প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ৫:৩৮:০৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ পাঠক প্রিয় দৈনিক ভাটি বাংলা ডটকম ও অনলাইন টিভি চ্যানেল “ভাটি বাংলা টিভি”র সম্পাদক মণ্ডলীর সভাপতি, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ তোফায়েল আহমেদ চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাটি বাংলা মিডিয়া গ্রুপের পোর্টাল সমূহের পাঠক, সংবাদদাতা, শুভাকাঙ্ক্ষী ও দিরাই উপজেলাবাসী সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সহসভাপতি, যুক্তরাষ্ট্রের জাতীয় পার্টির সহসভাপতি ও রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনক জামে মসজিদ এর উপদেষ্টা সহ প্রবাসে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের গনখা ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান তোফায়েল আহমেদ চৌধুরী ভাটি বাংলা’কে দেওয়া ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন- আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল আযহা। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।
প্রিয় পাঠক এবার আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-আযহা এসেছে। বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের কালো থাবা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এ অদৃশ্য শত্রুর আক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে মৃত্যুবরণ করছেন। প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরাও নাজুক অবস্থায় আছেন।
এমতাবস্থায় গরিব দুখী মানুষের মুখে হাসি ফুটাতে বিত্তশালী দানশীল প্রবাসী, দেশি ভাই ও বোনেরা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদ-উল-আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।
কোভিড-১৯ এর উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য্য, সাহস ও শক্তি প্রয়োজন। আসুন, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সেই তাওফিক দেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত/শান্তি কামনা করছি। পাশাপাশি তাদের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে–
তোফায়েল আহমেদ চৌধুরী
সম্পাদক মণ্ডলীর সভাপতি
ভাটি বাংলা মিডিয়া গ্রুপ, সিলেট।
তারিখঃ ১৮ জুলাই, ২০২১ খ্রিঃ