প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৮:৪২:০১ অনলাইন সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদে ১৬ জুলাই শুক্রবার সকাল ১০ টায় নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বর দের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।ইউনিয়নের নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক জনসাধারনের পদচারণায় মুখরিত হয়ে উঠে পরিষদ প্রাঙ্গণ। এ সময়ে নব নির্বাচিত চেয়ারম্যান ও সাধারন সদস্যদের পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অাজ অনুষ্ঠিত হয় অভিষেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ জে, এস, ইউ হাইস্কুলের সাবেক শিক্ষক রুহুল অামিন স্যার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বার বার নির্বাচিত মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র জানান, প্রধান মন্ত্রীর ধারাবাহিক উন্নয়ন ইউনিয়ন বাসির কাছে পৌছে দিতে চেয়ারম্যান মেম্বর দের গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে হবে। পাশাপাশি ইউনিয়নের সকল নেতা কর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যান মেম্বরদের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র পৌরবাসির উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সকলের উদ্দেশ্য করে তিনি বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং সকলকে মাস্ক ব্যাবহারের অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য নিয়ামত অাব্দুল্লা পলাশ, উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, উপজেলা অাওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, পৌর অাওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি অাবুল কালাম ডাকুয়া, ভরপাশা ইউনিয়ন অাওয়ামীরীগের সভাপতি হাফিজুর রহমান মাসুদ মিয়া।