প্রতিনিধি ২৫ জুলাই ২০২১ , ৭:১২:১৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আজ রবিবার (২৫ জুলাই) সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সন্ধ্যায় সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের উপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে, যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে