• অপমৃত্যু

    দোয়ারাবাজারে মামুন নামের এক কিশোরের লাশ উদ্ধার

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২১ , ৪:২৪:১৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে একটি চায়ের দোকান থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন বুধবার (২১জুলাই) সকালে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মো.মামুন মিয়া (১৪) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে। সে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের মো.বাবুল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোরের বাবা বাবুল মিয়া বালিউড়া বাজারে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে কাচামালের ব্যবসা করতেন। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলো কিশোর মামুন মিয়া। সকালে স্থানীয়রা কিশোরের মৃতদেহ দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে।

    আরও খবর

    Sponsered content