• করোনা ভাইরাস নিউজ

    দিরাইয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৫১ জন চিকিৎসাধীন

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২১ , ৯:৩৯:১৮ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ সুনামগঞ্জের দিরাইয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
    ২০২০ সালের মার্চে করোনা ভাইরাস বাংলাদেশে সনাক্ত হওয়ার পর থেকে ২০২১ সালের ১৯ জুলাই পর্যন্ত দিরাই’য়ে করোনা  সনাক্ত হয়েছে ১৭৪ জন আর মৃত্যু হয়েছিল ২জনের।
    অথচ গত ২০ এপ্রিল ২০২১ইং থেকে গতকাল ১৫ জুলাই -২১ইং পর্যন্ত মাত্র ২ মাস ২৫ দিনে দিরাই করোনা আক্রান্ত হয়েছেন  ৫৮ এর মধ্যে মৃত্যু হয়েছে ১জনের।
    আজ দিরাই উপজেলা সদর হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে করোনা সনাক্ত ও চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ উপরোক্ত তথ্য নিশ্চিত করেন।
    আশংকাজনক তথ্য হচ্ছে নতুন আক্রান্তের ৫৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন বাকী ৫১জন এখনো হাসপাতালে চিকিৎসায় অথবা বাসা বাড়িতে চিকিৎসাধীন আছেন।
    দিরাইয়ে সর্বমোট পরিক্ষা করা হয়েছে ১০৩৮ জনকে।
    ভাটির জনপদ দিরাইয়ে এখনো স্বাস্থ্য সচেতনতা গড়ে ওঠেনি তেমন ভাবে।
    সরজমিন দিরাই পৌরসভা ও বিভিন্ন হাটবাজার পরিদর্শন করে দেখা যায় শতকরা ৯০ ভাগ লোকই মাস্ক ব্যবহার করছেন না অথবা করলেও সঠিকভাবে পড়ছেন না। মানুষের গাদাগাদি করে আড্ডা ও হাটবাজারে চলাফেরা দেখে বুঝার উপায় নেই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এই এলাকায়ও আছে। কেউ মানছেনা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। এমনটা অব্যাহত থাকলে ঈদের পরে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে বিভিন্ন সচেতন ব্যক্তি জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content