প্রতিনিধি ১ জুলাই ২০২১ , ১২:১৭:০২ অনলাইন সংস্করণ
মিজান মিয়া, দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, সাবেক ইউ/পি মেম্বার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সুজানগর দারুল কোরআন মাদ্রাসার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আর নেই । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
(৩০ জুন) বুধবার সকাল ৬ ঘটিকায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্ত্বীয় স্বজন, গুণগ্রাহী রেখে মারা যান ।
মরহুম আব্দুল কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তাহির রায়হান চৌধুরীর পাঠানো শোকবার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল কাইয়ুম চৌধুরী ছিলেন একজন ভাল মানুষ স্থানীয় বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ।
আমি ও আমার বিএনপি পরিবার গভীর ভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতির অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতি অপুরনীয়। তিনি তাঁর কর্মের মাধ্যমে আজীবন মানুষের মাঝে স্বরনীয় হয়ে থাকবেন।
তাছাড়া দিরাই উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল , স্বেচ্ছাসেবক দল , তরুণ দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।