• অনিয়ম / দুর্নীতি

    দিরাইয়ে ছাদিরপুর-টানাখালী রোডে রাস্তার মাঝে বালু রেখে চলছে ব্যবসা! জন দুর্ভোগ

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২১ , ১:৫৯:৫১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ দিরাইয়ের করিমপুর ইউনিয়নের সাদিরপুর পয়েন্ট থেকে টানাখালি যাবার রাস্তার মাঝে ব্যবসায়িক বালু রাখায় জন দর্ভোগখ এর বর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর কিনারে আট ফুট পাকাকরণ রাস্তার প্রায় চার ফুটই বালু দ্বারা ব্লক করে রাখা হলে মানুষ ও যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। পাশের বাড়ির যুবক বলেন শুধু চলাচলেই না আমার বাড়ির দেয়াল যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে বালু রাখার কারনে। খোঁজ নিয়ে জানা যায় সাদিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোঃ শহিদ মিয়া এভাবেই রাস্তার মধ্যে বালু রেখে দীর্ঘদিন ধরে তাঁর ব্যবসা চালিয়ে আসছে। কেউ বাঁধা দিলে বালু সরিয়ে নেবে বলে কেটে পড়েন তিনি। বালু ব্যবসায়ী শহিদ মিয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। পথযাত্রী কয়েকজন বলেন আমরা এব্যাপারে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এরকম সমস্যা গুলোতে তাঁরা একটু নজর দেন।

    আরও খবর

    Sponsered content