প্রতিনিধি ২৫ জুলাই ২০২১ , ৩:২৭:৪০ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়ে তাঁরা বলেন, আপনাদের প্রতি সহানুভূতি জানাতেই আমরা এসেছি, বিপদে ধৈর্য ধারণ করুন আপনারা হতাশ হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সরকার অবশ্যই আপনার সহায়তায় এগিয়ে আসবে। এর আগে জেলা প্রশাসকের নির্দেশানুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৭ টি ঘরে মালিককে জনপ্রতি ২ বান টিন ও নগদ ৬ হাজার করে টাকা এবং ৮ ব্যবসায়ীকে নগদ ৫ হাজার করে টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
গতকাল শনিবার রাতে দিরাই উপজেলার বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ঘর পুড়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।