• গ্রেফতার/আটক

    দিনে সিএনজি চালক, রাতে ‘কুখ্যাত ডাকাত’

      প্রতিনিধি ৫ জুলাই ২০২১ , ৬:৩৪:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে ‘কুখ্যাত’ এক ডাকাতকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানাপুলিশ। সোমবার (৫ জুলাই) ভোরে দক্ষিণ সুরমা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দোলোয়ার হোসেন মৌলভীবাজার সদর থানার বর্ষিজুড়া (দক্ষিণ) গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে। বিষয়টি সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান। পুলিশ জানায়, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর দিক-নির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ভোর ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত দোলোয়ার হোসেনকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ সিলেটের মোঘলাবাজার, কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখা থানায় একধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। দিনে তিনি সিএনজি অটোরিকশা চালালেও রাতের বেলা হয়ে ওঠেন পেশাদার চোর ও ডাকাত। এর আগে মোঘলাবাজারে তাকে ডাকাতির প্রস্তুতিকালে একবার গ্রেফতার করা হয়েছিল।

    আরও খবর

    Sponsered content