প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৪:২১:৫২ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ডিউটি পালনকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল জনি(২৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ কনস্টেবল জনি মিয়া(২৩) বিগত ১৩ ই জুলাই সুনামগঞ্জ জেলা পরিষদ এর ১১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ডিউটি পালন এর উদ্দেশ্যে থানা থেকে মোটরসাইকেল যোগে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে যাওয়ার পথে সকাল প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর এলাকায় একটি কুকুর মোটরসাইকেল এর সামনে আসে। এই কুকুরটিকে বাঁচাতে পুলিশ কনস্টেবল জনি মিয়া (২৩) মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে পড়েন। তাৎক্ষণিক ভাবে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ১৬ ই জুলাই রোজ শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহার মৃতদেহ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে। নিহত পুলিশ কনস্টেবল জনি মিয়া (২৩) ময়মনসিংহ জেলার জামালপুর উপজেলাধীন বেদবেরিয়া গ্রামের মৃত মোঃ আকরাম হোসেন এর ছেলে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০২০ সালের ২২ শে মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় যোগদান করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কনস্টেবল জনি মিয়ার লাশ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।