প্রতিনিধি ৩ জুলাই ২০২১ , ৪:০১:১০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ছাদিক(৩৫) ও ইন্তাজ(৩৬) নামক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ ২ রা জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকার বাসিন্দা মান্নান আলীর ছেলে মোঃ ছাদিক আলী(৩৫) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীনাথপুর গ্রাম নিবাসী মৃত মোঃ জনাব আলীর ছেলে বর্তমানে জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রাম এর বাসিন্দা মোঃ ইন্তাজ আলী(৩৬) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের আজ ৩ রা জুলাই সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।