প্রতিনিধি ৪ জুলাই ২০২১ , ১১:৪৭:৪৮ অনলাইন সংস্করণ
মো বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধি।ছাতকে লকডাউনের ৩য় দিনে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যাক্তিও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে পৃথক অভিযানে ব্যবসায়ী প্রতিষ্ঠানও ব্যাক্তিদের কাছ থেকে ১৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। । শনিবার বিকেলে শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান। এ সময় সরকারী বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরা ও ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয় এবং ফার্মেসী ব্যবসায়ীকে স্বাস্থবিধি মেনে ওষুধ বেচা-কেনা করার ও পরামর্শ দেয়া হয়। এর আগে সকালে উপজেলার হাসনাবাদ ও গোবিন্দগঞ্জ বাজারের ২২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। অভিযান পরিচালনার সময় থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে উপজেলার জাউয়া ও ধারন বাজারে পৃথক অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান। অভিযানে বিধি অমান্যকারী ব্যাক্তি এবং কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে জাউয়া পুরিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।