• লিড

    চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ১০:৩০:০৯ অনলাইন সংস্করণ

    এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি। চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তজুমদ্দিন উপজেলার ৩নং ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শহীদুল্লাহ কিরণসহ ৯ জন ইউপি সদস্য ও ৩ জন মহিলা সদস্য।

    রবিবার সকাল ১০ টার দিকে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে চাঁদপুর ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক জহির মাস্টারের সভাপতিত্বে চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ বলেন এই ইউনিয়নবাসীর দায়িত্ব আজ থেকে আমি আমার কাঁধে তুলে নিলাম। ইউনিয়ন বাসী তার নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় ইউপি সদস্য ও সদস্যাদের মাধ্যমে আমার কাছে এলেই আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো,বাল্যবিয়ের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।

    এসময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান , সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাসেম মাহাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দোয়া ও মিলাদ অনুষ্ঠান।

    আরও খবর

    Sponsered content