• সিলেট

    গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকের সভাপতি পদে আবুল কালাম দোয়া ও সমর্থন প্রত্যাশী

      প্রতিনিধি ১০ জুলাই ২০২১ , ৭:৫১:৫২ অনলাইন সংস্করণ

    জাকারিয়া আবুল গোলাপগঞ্জঃ নির্বাচন একটি আবশ্যিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের মাধ্যমে পদগুলি পূরণ করা হয়ে থাকে। প্রতিনিধি বাছাইও নির্বাচনের মাধ্যমে করা হয়ে থাকে। সুষ্ঠু ব্যবস্থা চালু করা অথবা বর্তমান ব্যবস্থার নিরপেক্ষতা ও কার্যকারিতাকে আরো বাড়ানোর প্রক্রিয়াকেই নির্বাচনী সংস্কার বলে বর্ণনা করা হয়। নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে সংগঠনগুলো গুরত্বপূর্ণ পদ দায়িত্ব পালনের জন্য একজন সভাপতি প্রতিনিধিকে বেছে নেওয়া হয়, বলছি কৃতি সন্তান সিলেটে জেলা গোপালগঞ্জ উপজেলা লক্ষনাবন্দ ইউনিয়নের দক্ষিণ ভাগ গ্রামে অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত,জনদরদী, স্বল্পভাষী, বিনয়ী, রুচিশীল, দূরদর্শী গণমুখী টেকসই উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড ইতিহাসের পাতায় ও এলাকাবাসীর মনে স্মরণীয় হয়ে থাকর মত জনপ্রিয় একজন ব্যাক্তি হাজী মোঃ আবুল কালাম ।তিনি গোলাপাগঞ্জ উপজেলার একজন জনদরদী গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে আসছেন ৯০ দশক থেকে। ইংলেন্ডে থেকে ও বাংলাদেশ জনগণের জন্য কাজ করে আসছেন। ইংলেন্ডে জনপ্রিয় সংগঠন গরীব দুঃখী মানুষের আশার আলো গোপালগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিন ধরেই।

    তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে এর ২০১৭–২০১৮ কার্যকরী কমিটি
    সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে এর ২০১৯-২০২১ উপদেষ্টা কমিটি দায়িত্ব পালন করে আসছেন ।

    ১৬ এপ্রিল ২০১২ সাল ধরে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ও ইংলেন্ডে মানুষদের কাছে। গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে নির্বাচনে এবার সভাপতি পদে নির্বাচিত হতে উনার পুরো প্যানেলের সবাই সহযোগিতা চান।

    জনাব কালাম বলেন আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠার দিনে সভাপতিত্ব করার সৌভাগ্য হয়েছিল আমার। সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবুল কালাম বলেন উনাদের কারণে ২০১৭–২০১৮ কার্যকরী কমিটি সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি।২০১৯-২০২১ উপদেষ্টা কমিটি দায়িত্বে আছি। আশা করি ভবিষ্যতেও এই প্রিয় সংগঠনে সভাপতি হিসেবে কাজ করে যেতে চাই। তাই সংগঠনের সদস্যদের দোয়া চেয়েছেন দায়িত্ব পালনের প্রত্যাশায়।

    সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে ভবিষ্যৎে সুন্দরভাবে পরিচালনার জন্য সভাপতি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    আরও খবর

    Sponsered content