• করোনা ভাইরাস নিউজ

    করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনে সক্রিয় দিরাই থানা পুলিশ

      প্রতিনিধি ১২ জুলাই ২০২১ , ১:৫৭:২৮ অনলাইন সংস্করণ

    আকতার সাদিক( স্টাফরিপোর্টর)।। বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে জীবনের ঝুঁকি নিয়েও নিজ দায়িত্ব কঠোরভাবে পালন করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ সহ প্রশাসনিক সদস্যরা। আজ সোমবার সকালে দিরাই উপজেলার পৌরশহরস্হ বাসস্ট্যান্ড এলাকা পুরো ফাঁকা দেখা যায়, এমনকি একটি চা ক্যান্টিন পর্যন্তও খোলা দেখা যায়নি। সাটার বন্ধ বিভিন্ন মার্কেটের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের দেখা গেলে কথা হয় তাদের সাথে। পুলিশ সদস্যরা জানান আওয়াম পাবলিকদের মাঝে করোনা আতংক নেই বললেই চলে। তাঁরা নিজ থেকে সচেতন হচ্ছে না। প্রশাসনিক আইন কিছুটা মানলেও সাথে সাথে আবার তা লঙ্গনও করছে। অধিকাংশ মানুষ চলে মাস্ক ছাড়াই। পুলিশ সার্জন নিকুঞ্জ নাথ বলেন, গাড়ি গুলো নিয়ম ভঙ্গ করে যাত্রী টানতে দেখা যায়। আমরা প্রত্যেকটি মানুষকে বুঝানোর চেষ্টা করি কিন্তুু মানুষ তা বুঝতে নারাজ। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিরাই থানা পুলিশ সবসময়ই সাধারণ জনগনের প্রতি সজাগ রয়েছে।

    আরও খবর

    Sponsered content