প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৯:০২:২৫ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলবের সাবেক সার্কেল অফিসার ৩৩ তম বিসিএস (পুলিশ) এর একজন দক্ষ ও আইনের প্রকৃত সেবক মোঃ আহসান হাবিব অতিরিক্ত পুলিশ সুপার, ১ এপিবিএন রাঙামাটিতে কর্মরত থাকা অবস্থায় বিগত বেশ কয়েকদিন যবৎ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা মারত্মকভাবে আক্রান্ত হয়ে দির্ঘ ৫ দিন যাবৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় আজ রাত ১২ঃ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
গত বছর আহসান হাবিব বৈবাহিক সুত্রে আবদ্ধ হয়েছিলেন। একই সাথে তার স্ত্রীও করোনাক্রান্ত অবস্থায় চিকিৎসারত ছিলেন। এখন তিনি অনেকটা সুস্থ্য। অতিরিক্ত পুলিশ সুপার হাবিব ছিলেন অত্যন্ত হাসি খুশি, প্রানোৎচ্ছল, অমায়িক, ভদ্র, বিনয়ী এবং জনবান্ধব মেধাবী পুলিশ কর্মকর্তা। হাবিবের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ ১জন অসম্ভব মেধাবী এবং সাহসী কর্মকর্তাকে হারালো। একজন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমীক তরুন পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে শোকের মূর্ছনা বইছে চারিদিকে। মতলবে চাকরিরত অবস্থায় কুড়িয়েছেন মতলবের মাটি ও মানুষের প্রকৃত ভালবাসা, তাই মতলবেও তার ইন্তেকালে শোক ছায়া বইছে। অপরদিকে মতলব দক্ষিণ থানা পুলিশ তাদের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি বিশেষ শোক বার্তা প্রকাশ করেন।