• লিড

    কঠোর লকডাউনেও জমজমাট শরীফের জুয়া-মদের আসর!

      প্রতিনিধি ১০ জুলাই ২০২১ , ১২:০৪:৫৩ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ কঠোর লকডাউনে চলছে শরীফের জমজমাট জুয়া মদ ও নারীর আসর। সিলেট নগরের কোতোয়ালি থানাধীন বেতের বাজারে এ আসর চলমান। লকডাউনে কাজকর্ম অফিস আদালত ও ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় অবসর সময় কাটাতে এখানে আড্ডা জমায় সমাজের দুষ্টুরা। ফলে শরীফের জুয়ার আসর আগের চেয়ে আরো অনেকটা চাঙ্গা ও জমজমাট হয়ে উঠেছে।

    শেখঘাট বেতের বাজারে সুরমা তীরের খোলা মাঠে থাকা একটি টিনসেড ঘরে দৈনিক ২৫০০ টাকা ভাড়ায় চলে শরীফের জুয়া-মদ ও নারী ক্রয়-বিক্রয়ের জমজমাট এ আসর । আর তা বছরের পর বছর ধরে চলে আসছে। দিনের বেলা তেমন না জমলেও রাতের বেলা হয়ে ওঠে জমজমাট আসর। রাত ঘনিয়ে আসলেই সিলেটেল বড় বড় জুয়াড়ীরা এসে জমায়েত হন এ আসরে। ভোর হতেই হ্রাস পেতে শুরু করলেও একেবারে শূন্য হয়না। মোবাইল তীর ও ইন্টারনেটে শিলং তীর চলতে থাকে দিনভর। জূয়ার পাশাপাশি মদ্যপান ও নারীখোরদের আড্ডাও জমে সমানতালে। লিজা নামে এক নারী মদ ও নারী আসর পরিচালনা করে থাকে। নারীখোরদের কন্টাক্ট করে কর্মচারী দিয়ে পাঠিয়ে দেয় বিভিন্ন পতিতা আস্তানায়। এর একটা কমিশনও পেয়ে থাকে শরীফ। অজ্ঞাত কারণে শরীফের এ আসর বন্ধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয় না। এসএমপির কোতোয়ালী থানার কতিপয় অসাধু কর্মকর্তার সাথে রয়েছে শরীফের গভীর সখ্যতা ও দহরম মহরম। তাই উপরতলার কোন অভিযান আসার আগেই খবর পৌঁছে যায় শরীফ ও তার আসর পরিচালকদের কাছে।
    অতীতে একাধিকবার অভিযা হলেও গত প্রায় বছর ধরে কোন অভিযান পরিচালিত হয়নি শরীফের আস্তানায়। ফলে দিন দিন সম্পূর্ণ বেপরোয়া হয়ে উঠেছে শরীফ ও তার সহযোগীরা।
    অভিযোগের ব্যাপারে জানতে বৃহস্পতিবার 01304287464 থেকে শরীফের মোবাইলে (01759369939) কল দিলে ঘুমে আছেন বলে ফোন কেটে দেন।

    Sylhet Post থেকে নেওয়া।

    আরও খবর

    Sponsered content