প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ৯:০৯:৪৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এস এস টিভি ও সিলেটের সমাচার চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ হারুন মিয়া।
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সহসভাপতি, বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম যুক্তরাজ্যের যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই থানা ডেভেলপমেন্ট অরগানাইজেশান যুক্তরাজ্যের সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংগঠক হাজী মোহাম্মদ হারুন মিয়া বলেন আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল আযহা। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।
বর্তমানে করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব আমাদের দেশও তার বাইরে নয়। এমতাবস্থায় কোভিড-১৯ এর উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য্য, সাহস ও শক্তি প্রয়োজন। আসুন, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সেই তাওফিক দেন।
পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
শুভেচ্ছান্তেঃ
হাজী মোহাম্মদ হারুন মিয়া
চেয়ারম্যান
এস এস টিভি ও সিলেটের সমাচার ডটকম।
তারিখঃ ১৯ জুলাই, ২০২১ খ্রিঃ