• আন্তর্জাতিক

    ইসলামিক দলের হুমকিতেই আল-আকসা নিয়ে সুর পাল্টালেন ইসরাইলি প্রধানমন্ত্রী

      প্রতিনিধি ২১ জুলাই ২০২১ , ৮:৪৯:১৭ অনলাইন সংস্করণ

    ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত আল-আকসা নিয়ে রাতারাতি সুর পাল্টে ফেললেন।

    এ ঘটনায় সেদিন কট্টরপন্থি ইহুদিদের পক্ষ নিয়ে বলেছিলেন, আল-আকসায় ইহুদিদেরও প্রার্থনা করার অধিকার আছে।

    কিন্তু দেশটির বর্তমান জোট সরকারের আরব ইসরাইলি শরিক দল এ ব্যপারে কঠোর নিন্দা জানানোর একদিন পরই সুর পাল্টে ফেলেন নাফতালি বেনেত।

    তিনি সোমবার ঘোষণা দেন, আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমোতি দেওয়া হবে না।

    জোট সরকারের আরেক শরিক কট্টর ডানপন্থি ইয়ামিনা পার্টির নেতারা চান, ইহুদিদেরও মুসলিমদের মতো আল-আকসায় ঢুকে প্রার্থনা করার অনুমোতি দেওয়া হোক।

    ইসরাইলের প্রধানমন্ত্রী এই কট্টরপন্থি ইয়ামিনা পার্টিরই নেতা। প্রথমে উগ্রপন্থি এ দলের নেতাদের প্ররোচণায় আল-আকসায় ইহুদিদের আগ্রাসন সমর্থন করলেও আরেক আরব-মুসলিম শরিক দল রাম পার্টির চাপে শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে আসেন নাফতালি বেনেত।

    ইসরাইলি সরকারে প্রথম মুসলিম শরিক দল রাম দল এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আল-আকসার পবিত্রতা রক্ষা করবো। ইসলামিক এ দলের হুমকিতেই কট্টরপন্থি ইহুদিরা চুপসে যায়।

    আরও খবর

    Sponsered content