• ত্রাণ বিতরণ

    আইন সহায়তা আসক ফাউন্ডেশন সুনামগঞ্জের উদ্যোগে ২০০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২১ , ১:৩৬:৫৯ অনলাইন সংস্করণ

    কে এম শহীদুল ইসলামঃ ”সুনামগঞ্জ আইন সহায়তা আসক ফাউন্ডেশনের উদ্যোগে ২০০পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্ট সংলগ্ন আয়ান কমপ্লেক্স ২য় তলায় সংগঠনের কার্যালয়ে আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা (যুক্তরাজ্য প্রবাসী) খলিলুর রহমান, সংগঠণের নেতৃবৃন্দ ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মছব্বিরের সহযোগীতায় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও সাবান ২০০টি পরিবারের লোকজনের মাঝে প্রত্যেকের হাতে ঈদ সামগ্রী উপহার তুলে দেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক। বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব দাস প্রমুখ।

    এসময় সভাপতি মোঃ ফজলুল হক বলেন করোনা ভাইরাস (কোভিড-১৯) আজ সারা বিশ্ব আক্রান্ত তারই প্রভাবে আমাদের দেশেও ভাইরাসটির প্রভাব পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য তৎপর রয়েছেন। করোনার শুরু থেকেই এদেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্য নীতিমালা মেনে চলার দিক নির্দেশনা দেন এবং সারা দেশে প্রয়োজনবোধে লকডাউন এর ঘোষণা দেন। যার ফলে বাংলাদেশের অনেক জেলায় শ্রমিক মানুষেরা কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে এবং ঐ সমস্ত কর্মহীন মানুষকে সরকারের পাশাপাশি আমরা সামাজিক সংগঠন গুলো অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করিতেছি। আজ আমাদের সংগঠণের পক্ষ থেকে ২০০টি পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। যতদিন করোনা ভাইরাস দেশে থাকবে আমরা অসহায় মানুষের পাশে থাকব এবং এই বিতরণ কাজ অব্যাহত থাকবে।তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।##

    আরও খবর

    Sponsered content