প্রতিনিধি ৯ জুন ২০২১ , ৭:০২:৫৬ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে। ভারতীয় নাসির বিড়ি, পাথর, চিনি, সুপারী এবং ঠেলাগাড়ী আটক করেন বিজিবি।
সুনামগঞ্জেলার তাহিরপুর উপজেলা লাউরগড় বিওপির টহল দল (৯ জুন) বুধবার (৫ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে (৬০ ঘনফুট) ভারতীয় পাথর ও (৪ টি) ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য ২৭,২০০/- টাকা।
অপরদিকে পার্শ্ববর্তী উপজেলা বিশ্বম্ভরপুরে’র চিনাকান্দি বিওপির টহল দল ৫:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে (৪২,০০০ পিস) ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৭১,৪০০/- টাকা।
(৮ই জুন)মঙ্গলবার জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির টহল দল ৯:১০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২২৭ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার( ৮নং) বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে (৫০ কেজি) ভারতীয় চিনি ও (৪০ কেজি) সুপারী আটক করে, যার মূল্য ৭,০০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক তসলিম এহসান, পিএসসি এর সত্যতা নিশ্চিত করে জানান।
সর্বমোট সিজার মূল্য ১,০৫,৬০০/-টাকা এবং
আটককৃত ভারতীয় নাসির বিড়ি, পাথর, চিনি, সুপারী এবং ঠেলাগাড়ী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।