• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জ সীমান্তে ইজিবাইক, বারকী নৌকা ও গরুসহ মদ আটক

      প্রতিনিধি ৭ জুন ২০২১ , ৪:৫৮:০৯ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দেওয়া তথ্যে জানা যায় পৃথক পৃথক অভিযানে।ভারতীয় মদ, নাসির বিড়ি, পাথর, বারকী নৌকা, গরু, বাংলাদেশী মটর বুট ও ইজিবাইকসহ আটক করেছে বিজিবি। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ডুলুরা বিওপির টহল দল (৭ জুন ৪১০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপজান চলতি নদী নামক স্থান হতে (৪০ ঘনফুট) ভারতীয় পাথর ও (৪ টি) বারকী নৌকা আটক করে, যার মূল্য ২,০৪,৮০০/- টাকা।

    একই দিনে তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির টহল দল (৭ জুন) (৫:৩০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহিদাবাদ নামক স্থান হতে (২১,০০০ পিস) ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৩৫,৭০০/- টাকা।

    জেলার দোয়ারাবাজার উপজেলায়
    বাগানবাড়ী বিওপির টহল দল (৬ জুনল) (২:১০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২২৭/১৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলাধীন (৮নং) বোগলাবাজার ইউনিয়নের ঈদুকোণা নামক স্থান হতে (২টি) ভারতীয় ষাড় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা।

    একই উপজেলাযর বাঁশতলা বিওপির টহল দল (৪:১০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২৩১/৩-এস এর নিকট হতে আনুমানিক (১৫০ গজ) বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন (১নং) বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে (২৫০ ঘনফুট) ভারতীয় পাথর আটক করে, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা।

    বিশ্বম্ভরপুর চিনাকান্দি বিওপির টহল দল (৬ জুনল (৭:৩০ ঘটিকায়) সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে (৪০০ কেজি) বাংলাদেশী মটর বুট ও (১ টি) ইজিবাইক আটক করে, যার আনুমানিক মূল্য ১,৩৬,০০০/- টাকা।

    মাছিমপুর বিওপির টহল দল ০৬ জুন ২০২১ তারিখ ২০৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন (৩নং) ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে (১৫ বোতল) ভারতীয় মদ ও (৭,০০০ পিস) নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৩৪,৪০০/- টাকা।

    মাঠগাঁও বিওপির টহল দল (১১:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২২৪/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে (১০ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৫,০০০/- টাকা।

    সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির টহল দল( ৯:৩০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২১৬/৬-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাও নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩০,০০০/- টাকা

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক
    তসলিম এহসান, পিএসসি জানান।

    সর্বমোট সিজার মূল্য ৫,৮৫,৯০০/-টাকা।
    আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি, পাথর, বারকী নৌকা, গরু, বাংলাদেশী মটর বুট ও ইজিবাইক শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

    আরও খবর

    Sponsered content