প্রতিনিধি ১৩ জুন ২০২১ , ৩:২৭:৪৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাও এলাকার বিশিষ্ট মুরব্বি ও আলহাজ্ব আমিন উদ্দিনকে রবিবার বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাঁর বাবা ও মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।এর আগে মোদের গাও মাঠে মরহুম আমিন উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।মরহুমের জানাযায় হাজার হাজার শোকাত মানুষের ঢল নামে। জানাজায় আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। জানাজায় ঈমামতি করেন, মরহুমের ভাতিজা মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাও গ্রামের আলহাজ্ব আমিন উদ্দিন (৮৭) আর নেই। গতকাল ৫টা ৩০ মিনিটের সময় পৌর শহরের হাছন নগরের নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। আগামীকাল রবিবার মরহুমের জন্মস্থান কাহিরপুরের মোদের গাওয়ে নামাজে জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন করা হইবে। উল্লেখ্য তিনি বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম আহমেদ এর পিতা। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভোগ ছিলেন। আলহাজ্ব আমিন উদ্দিন ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর বঙ্গবন্ধুর আর্দশে কথা বলায় তৎকালীন সাবেক সংসদ সদস্য ও আওয়ামিলীগ নেতা আব্দুজ জহুরের সঙ্গে প্রায় দুই বৎসর রাষ্ট্রদ্রোহী মামলায় কারা বরন করেন। এ সময় তিনি সেনাবাহিনী কতৃক অমানবিক নির্যাতনের শিকার হন। মামলা, জেল, ভয় ভীতি এবং অমানবিক নির্যাতনের পরও তিনি কোনদিন বঙ্গবন্ধুর আর্দশ থেকে সড়ে দাঁড়াননি।