• সিলেট

    সিলেট রেঞ্জের ১৫৯ জন কনস্টেবলকে চট্টগ্রামে বদলি

      প্রতিনিধি ২ জুন ২০২১ , ৬:০৮:৩৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টারঃ পুলিশের সিলেট রেঞ্জ থেকে ১৫৯ জন কনস্টেবলক বদলি করা হয়েছে। জানা যায় ১৫৯ জন কনস্টেবলকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। রোববার (৩০ মে) পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে তাদের কে বদলি করা হয়।

    বদলিকৃতরা হলেন সিলেট আরআরএফ, হবিগঞ্জ জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ ও সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তাদের প্রাথমিকভাবে চট্টগ্রাম বিভাগের রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ জেলায় পদায়ন করা হবে।

    বদলি হওয়া কনস্টেবলদের সিলেট থেকে ছাড়পত্র নিয়ে ১৩ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৪ জুন তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content