• গ্রেফতার/আটক

    সিলেট বিমানবন্দর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে করলো গ্রেফতার

      প্রতিনিধি ১৪ জুন ২০২১ , ৭:৫৬:৫৪ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল: সিলেট বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বিমানবন্দর থানার পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে।

    সোমবার (১৪ জুন) সকালে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে রবিবার (১৩ জুন) রাতে বিমানবন্দর থানা পুলিশ লাক্কাতুরা চা শ্রমিক লাইন টিলা থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, লাক্কাতুরা চা-বাগান (চা-শ্রমিক লাইন উপর টিলা) মৃত হরিদাসের ছেলে বাসু দাস (৫২), হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থানার চাঁনপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে জামাল মিয়া (৫২), পশ্চিম পীর মহল্লা আ/এ (ঐক্যতান-৮২) মৃত এলাহী বক্সের ছেলে ইলিয়াছ আহমদ (৪৬) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনাতাবাদ বাগবাড়ী গ্রামের নুরুল ইসলাম মাহবুবুল আলম চৌধুরী (২৭)।

    বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির। তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content