• যৌন নিপীড়ন

    সিলেটে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

      প্রতিনিধি ২ জুন ২০২১ , ২:০৩:২২ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টারঃ সিলেটে খালের পাড়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ মে সিলেটের জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ে এ ‘ধর্ষণ’র ঘটনা ঘটে। পরে মামলা দায়েরের ভিত্তিতে বুধবার (২ জুন) অভিযুক্ত নুর আলম সোনাইকে (২০) গ্রেফতার করে এসএমপি’র জালালাবাদ থানাপুলিশ।

    সোনাই জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের লালা মিয়ার ছেলে।

    সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত ২৭ মে বিকাল সাড়ে ৫ টার দিকে জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ের নোয়াগাঁও ধরম হাওর সংলগ্ন একটি খালের পাড়ে নুর আলম সোনাই ভিকটিমকে (১০) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে বুধবার জালালাবাদ থানায় মামলা দায়ের করলে থানাপুলিশ অভিযান চালিয়ে সোনাইকে গ্রেফতার করে।

    নির্যাতিতা ওই শিশু বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন।

    আরও খবর

    Sponsered content