প্রতিনিধি ১৫ জুন ২০২১ , ১২:০৭:২৮ অনলাইন সংস্করণ
এম এ সাঈদঃ সিলেটের হযরত শাহ জালাল (রহ.)মাজারে একদিকে চলছে শুটিং অন্যদিকে চলছে একটি সিনেমার শুটিং।
মঙ্গলবার (১৫জুন) যোহরের নামাজ চলাকালে হযরত শাহ জালাল (রহ.) মাজারে উঠানে ‘রিতিকা’ নামে একটি সিনেমার শুটিং চলতে দেখা যায়। এসময় দরগাহ মসজিদে নামাজ চলছিল। শুটিং হচ্ছে শুনে চারদিক থেকে ছুটে এসে ভিড় করতে থাকেন লোকজন। ছবিটিতে চিত্র নায়িকা পূজা চেরিসহ আরও অনেকেই অভিনয় করছেন বলে জানা গেছে।
দরগাহ নামাজ পড়া কিছু মুসল্লিরা বলেন, পবিত্র একটি স্থানে এভাবে সিনেমার শুটিং চলে কিভাবে? আর কর্তৃপক্ষ কিভাবে শুটিংয়ের অনুমতি দেন। তাছাড়া এখানে নামাজ চলছে আর উনারা সিনেমার শুটিং করছেন কেমন হচ্ছে বিষয়টি।
এ ব্যাপারে দরগাহর মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে অনুমতি নেওয়া হয়েছে। অনুমতি নিয়ে এখানে সিনেমার শুটিং চলছে । কোনো ধরণের সমস্যা হচ্ছে না।
Notifications