প্রতিনিধি ১২ জুন ২০২১ , ৩:০৫:২৬ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ নগরীর চৌহাট্টায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের উপর হামলা চালিয়েছেন এক যুবক। তিনি তাকে কিলঘুষি মেরে আহত করেছেন।
আজ শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মারধরের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
আহত ট্রাফিক সার্জেন্টের নাম মোহাম্মদ জসিম উদ্দিন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে ঘটনাস্থল থেকে সৌরভ চৌধুরী নামক হামলাকারী যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তিনি শহরতলীর টুকের বাজার পীরপুর এলাকার সন্তোষ ঘোষের ছেলে। তিনি নিজেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলয়ের কর্মী বলেও পরিচয় দিয়েছেন।
তাকে আটক ও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কথা শুনে সৌরভকে আটক করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল নিয়ে আগে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ঐ যুবক যানজটের সৃষ্টি করেন। এতে ট্রাফিক সার্জেন্ট বাধা দিলে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করতে করতে পুলিশের দিকে তেড়ে যান এবং তাকে কিলঘুষি মারেন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, শৃঙ্খলা রক্ষায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নের চেষ্টা করি আমরা। নাগরিক হিসেবে সবাইকে আইন মেনে চলা এবং আমাদের সহযোগিতা করা উচিত। হামলার ঘটনা খুবই জঘন্য। যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।