• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটের খাদিমপাড়া থেকে ইয়াবা বাবুল গ্রেফতার

      প্রতিনিধি ১৬ জুন ২০২১ , ৬:১৭:০৯ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের খাদিমপাড়া থেকে ইয়াবা সহ মো: বাবুল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শাহপরান (রহঃ) থানার খাদিমপাড়া বিআইডিসি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বাবুল মিয়া বালুচর আরামবাগ এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫২পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

    সে দীর্ঘদিন থেকে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় শাহপরাণ থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content