• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটের কাষ্টঘর থেকে ইয়াবাও গাজাসহ আটক পাপ্পু কারাগারে

      প্রতিনিধি ২১ জুন ২০২১ , ৪:৫৬:৫০ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি।সিলেট কাষ্টঘর এলাকা থেকে ৯শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক এক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

    তার নাম পাপ্পু বাশফোর (২৬)। তিনি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনির বৌওনা বাশফোরের ছেলে। আজ সোমবার ( ২১ জুন ) দুপুরের দিকে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

    এর আগে সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল সুইপার কলোনির সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯শ’ পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, পাপ্পুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তারাজ তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করেন।

    কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content