• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    র‍্যাবে’র পৃথক অভিযানে সিলেটে ১ হাজার ৩৮৯ পিস ইয়াবাসহ আটক ৩

      প্রতিনিধি ৭ জুন ২০২১ , ১:৩৯:৩৯ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ সিলেট মহানগরের কাষ্টঘর, সোবহানীঘাট এবং জেলার জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

    সোমবার (৭ জুন) বেলা ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৬ জুন) পৃথক অভিযানে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, কানাইঘাটের নিজদলই কান্দি গোলালপাড়া এলাকার নুরুল হকের ছেলে সোহেল (৩৫), দক্ষিণ সুরমার ওখাজারখলা এলাকার মৃত সৈয়দ মিয়ার ছেলে মো. দুলাল মিয়া ওরফে পাখি মিয়া (৪৫) এবং এসএমপির কোতোয়ালি থানার মিয়াবাজার এলাকার মো. জানু মিয়ার ছেলে মো. দুলাল হোসেন (২৬)।

    র‌্যাব জানায়, রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার জকিগঞ্জের ধীন মরিচা এলাকায় অভিযান পরিচালনা করে ৭৮৩ পিস ইয়াবা সোহেলকে গ্রেফতার করা হয়।

    একই দিন রাত ১০টার দিকে মহানগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবাসহ মো. দুলাল মিয়া ওরফে পাখি মিয়াকে গ্রেফতার করা হয়। আর রাত ১০টা ২০ মিনিটে মহানগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৬ পিস ইয়াবা মো. দুলাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

    আরও খবর

    Sponsered content