প্রতিনিধি ১৬ জুন ২০২১ , ১২:৩১:৩৪ অনলাইন সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিনিধি|| ব্রিজ না থাকায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের পারশিবপুর গ্রামের সাতঘড় কেরাতুল কোরআন মাদ্রাসা এর সংলগ্ন ব্রিজ না থাকায় প্রতিদিন বিপদের সম্মুখীন হতে হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের সহ এলাকার জনসাধারণের,কাঠের সাঁকো পারাপার হয়ে পড়েছে কষ্টসাধ্য, ভোগান্তিতে পড়েছেন মাদ্রাসা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও।
পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬নং সাতঘড় কেরাতুল কোরআন মাদ্রাসার সংলগ্ন খালের উপরের স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকদের প্রচেষ্টায় কাঠ দিয়ে সাকোঁ দেয়া হয়। কিন্তুু বছর পার হতে না হতেই নড়ো বড়ো হয়ে পড়ছে। সাধারণ মানুষের পারাপারেই পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
দুইপারের মানুষের পারাপারের জন্য ব্রিজটি অতি প্রয়োজন মনে করছেন ওই এলাকার স্থানীয় লোকজন।
বর্তমানে ভাঙ্গা সাঁকো দিয়ে পারাপার হচ্ছে গ্রামের মানুষ সহ সাতঘড় কেরাতুল কোরআন মাদ্রাসার ছোট ছোট বাচ্চার, বাচ্চাদের পারাপারের যেকোনো সময় বড় ধরনের কোনো র্দুঘটনা হতে পারে বলে মনে করেন মাদ্রাসার শিক্ষক’রা।
এলাকাবাসী বলেন, (বাঁশের তৈরি সাঁকো) ভেঙ্গে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিতে অনেক কষ্ট হয়। বাচ্চাদের স্কুলে যেতে পারেনা সময়মত, সবসময় ভয় কাজ করে মনের ভেতর। এবং এখানে একটি মাদ্রাসা রয়েছে ছোট ছোট বাচ্চা’রা রয়েছে তাদের পারাপারের যেকোনো সময় বড় কোনো র্দুঘটনা হতে পারে।
এই মাদ্রাসা সংলগ্ন একটি ব্রিজ অতি প্রয়োজন এতে আমরা অনেক উপকৃত হই। তাই ব্রিজটি নির্মাণের জন্য জেলা প্রশাসক ও উদ্ধতন কতৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সুদৃষ্টি রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন ভুক্তভোগী’রা। ব্রিজটি নির্মাণ হলে মাদ্রাসার লেখাপড়ার মান আরো বৃদ্ধি পাবে। এছাড়াও যাতায়াত সহ জীবন মান উন্নয়ন পরিবর্তন হবে এই এলাকার জনসাধারণের। মাদ্রাসার দিক বিবেচনা করে মাদ্রাসা সংলগ্ন ব্রিজ নির্মাণ করার অনুরোধ রইলো।