প্রতিনিধি ৩০ জুন ২০২১ , ১:৩৯:৫৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালে গত ২৭ জুন ২০২১ খ্রিঃ তারিখে ২ কোটি ১৪ লাখ টাকা মুলে বাড়ী কিনে সন্ত্রাসীদের তোপের মুখে আওয়ামী লীগ নেতা খলিল, পল্লবীতে কি আরেক শাহিন উদ্দিন নৃশংস হত্যার মত ঘটনা দেখতে পাবে দেশবাসী? শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত জাকির হোসেন। তিনি আজ প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলেন- দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদের আলোচ্য স্থাপনার মালিক মেছের আলীর সাথে আমার স্ত্রীসহ একাধিক ব্যক্তির ভবন বন্ধক নেওয়া সংক্রান্ত দেনা পাওয়া থাকলেও প্রকাশিত সংবাদে সন্ত্রাসী, জাকির বাহিনী, সুদের কারবারি ও সুদের ফাঁদে ফেলে জমি দখল এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভুল তথ্যের মাধ্যমে প্রভাবিত হয়ে সংবাদ উপস্থাপন করা হয়েছে। প্রকাশিত সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে ঢাকা উত্তর সিটির ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি খলিল সাহেবের সাথে আমাদের কোনো বিরোধ নেই।
উনার বিরুদ্ধে থানা, কোর্টে অসংখ্য ব্যক্তির চাঁদাবাজি, হত্যা, জমি দখল সহ নানান অভিযোগ রয়েছে। বিপুল সংখ্যক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় এসব অভিযোগের নিউজ ফলাও করে প্রকাশিত হয়েছে।
মিরপুর ১১ লাল মাটিয়া টেম্পুস্যান্ডের মোড়ে ২.৫০ কাঠা দোকান ঘর জমিসহ আমার স্ত্রীর সহ একাধিক ব্যক্তি স্ট্যাম্প সহকারে প্রায় ২ কোটি টাকা দিয়ে বন্ধকি নিয়েছেন, টাকা পরিশোধের আগ পর্যন্ত নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করার শর্তে।
মেছের আলী ঋণে জর্জরিত হয়ে আমাদের পাওয়া টাকা পরিশোধ করতে ব্যার্থ হয়ে বিগত ২০২০ সালে আমাদের সকল পাওনাদারদের অনূকূলে আম-মোক্তার নামা করে দেন। অপর দিকে এই বিরোধীয় স্থাপনার একজন শালিসি ব্যক্তি হয়েও উনি ৫০ লক্ষ টাকা বায়নামা মূলে দোকান কোটা সহ জমি ক্রয়ের বায় নামা করেছেন।
অথচ উনার বায় নামার কয়েক বছর পূর্বে আমরা মেছের আলীর কাছ থেকে দোকান কোটা সমূহ বন্ধকি নিয়ে ভাড়া সমূহ আদায় করে আসছিলাম। এমতাবস্থায় মেসের আলী আমাদের টাকা পরিশোধ করলে আমাদের আর কোনো সমস্যা নেই কিন্তু টাকা পরিশোধের আগে শুধুমাত্র বায় নামা করে আমাদেরকে অধিকার বঞ্চিত করলে আমরা শান্তিপ্রিয় ও আইন মান্য কারী হিসেবে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করবো।
তাই প্রকৃত ঘটনা উভয় পক্ষের কাছ থেকে না জেনে একপক্ষীয় জবানবন্দি নিয়ে সংবাদ প্রকাশে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমি একজন সমাজকর্মী অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, আমার অব্যাহত জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের ভুল তথ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি সংশ্লিষ্ট সবাইকে যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করছি।
ধন্যবাদ, মোঃ জাকির হোসেন, ঢাকা।