প্রতিনিধি ১৪ জুন ২০২১ , ১১:০০:৩৫ অনলাইন সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিনিধি|| গত ১৩ জুন ২০২১ ইং তারিখে ” #Bakergon PRESS club নামক আইডি সহ বেশ কয়েকটি আইডি থেকে” দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ,Bangla tv 71এর স্টাফ রিপোর্টার গাজী আনোয়ার হোসেন, দৈনিক দক্ষিনের খবর পত্রিকার প্রতিনিধি ইয়াসিন হোসেন হাওলাদার, ভাটি বাংলা ও দৈনিক বাংলাদেশ সংবাদ অনলাইন পত্রিকার প্রতিনিধি গাজী আসাদুজ্জামান রাকিব তাদের বিরুদ্ধে যেসব আজেবাজে কথা লিখা হয়েছে তা তাদের দৃষ্টি গোচর হয়েছে।
তারা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমাদের নাম উল্লেখ করে যেসব কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই রকম মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বাকেরগঞ্জ উপজেলা সহ সকল জনগণ ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান রইল।
আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ। সাংবাদিকতার পেশায় পর্দাপন শুরু হতে এ পর্যন্ত এই রকম কোন রকম মামলা হামলার শিকার হইনি বা এরকম কিছু হয়নি। একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জেরে এবং প্রতিহিংসার কারণে সমাজে আমাদের কে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে ” #Bakergonj PRESS CLUB. নামক আইডি সহ বেশ কয়েকটি ফেইসবুক আইডি থেকে মিথ্যা পোষ্ট দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ লিখাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টরুপে শেয়ার করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি সহ আমাদের মান-সন্মান ক্ষুন্ন করার অপপ্রয়াস মাত্র।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অহেতুক মিথ্যা বানোয়াট অসত্য লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান রইলো।
যে বা যারা আমাদের বিরূদ্ধে হীন অপপ্রচার চালাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি আপনার অহেতুক মিথ্যা সংবাদ লেখালেখি বন্ধ করুন। অন্যথায়, মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী আদালতে মান হানি মামলা করতে বাধ্য হব।
প্রকাশিত লেখার প্রতিবাদে//
গাজী আনোয়ার হোসেন
ইয়াসিন হাওলাদার
গাজী আসাদুজ্জামান রাকি