প্রতিনিধি ৮ জুন ২০২১ , ১১:৩৭:৪৯ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন মাসুদ, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ধোবাউড়ায় নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে দুরন্ত বাইসাইকেল বিতরণ করাহয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮জন শিক্ষার্থীদের মাঝে আজ মঙ্গলবার ৮/৬/২১ ইং সকাল ১০টায় ১৮টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।উক্ত বিতরণ ও আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। ধোবাউড়া উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডওয়ার্ড নাফাক, সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারী প্রমূখ।