প্রতিনিধি ১৮ জুন ২০২১ , ৫:৪৭:৩৪ অনলাইন সংস্করণ
গাজী আসাদুজ্জামান রাকিব।| বরিশাল শহর থেকে ২ কিঃমিঃ উওরে কাউনিয়া হাউজিং সংলগ্ন হোসনাবাদে অবস্থিত জোবেদা খাতুন এতিমখানা ও মডেল মাদ্রাসা ।শিশুদের যুগোপযোগী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার সর্বাত্নাক প্রচেষ্টাই এই জোবেদা খাতুন এতিমখানা ও মডেল মাদ্রাসা লক্ষ্য। দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ব্যাপক ভাবে। আশে পাশে শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দূর্গম এ এলাকায় ২০১৬ সালে প্রতিষ্ঠিতা মুতাওয়াল্লী লোকমান হাকিম শেখ (বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, সিনিয়র সহ-সভাপতি)তার নিজস্ব উদ্যোগে এবং কিছু ধর্মপ্রান মুসল্লী ও শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের সহযোগিতায় এই প্রতিষ্টানটির পথ চলা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় গুটি গুটি পা পা করে আজ প্রায় ৫ বছর অতিক্রম হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠানের।
দিন দিন শিক্ষার্থী বৃদ্ধি পেলেও রয়ে গেছে নানা সমস্যা । তবে থেমে নেই মাদরাসার দ্বীনি শিক্ষা দান। প্রতিদিন ভোর থেকেই শুরু হয় এলাকার গরিব, অসহায় শিক্ষার্থীদের আরবি শিক্ষার পাঠদান। বর্তমানে এই মাদরাসাটি গোটা অঞ্চলকে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর হতে এ মাদ্রারাসাটি নুরানী বিভাগ, হিফজুল কুরআন বিভাগ,কিতাব বিভাগ, বয়স্ক কুরআন বিভাগ পর্যন্ত তার আপন লক্ষপানে সুনামের সহিত এগিয়ে চলছে।
বর্তমানে প্রতিষ্ঠাতার বাস ভবনে নিজ তলায় এতিম খানায় ছাত্রারা বসবাস ও লেখা পড়া করিতেছে। বর্তমানে জায়গার সংকুলন না হওয়ার কারনে পাশেই এতিম খানার নিজস্ব জায়গায়। একটি ৪ তলা ভবন নির্মাণ কাজ চলিতেছে।
এই প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জামাল উদ্দিন (মুহ্তামিম,অত্র মাদ্রাসা) জানান, বর্তমানে এই জোবেদা খাতুন এতিমখানা ও মডেল মাদ্রাসা প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এই প্রতিষ্ঠানে প্রায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে যাহারা সকলেই এতিম ও মিসকিন এদের লেখা পড়া থাকা খাওয়া সম্পুর্ণ ফ্রী। আর শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়োজিত রয়েছে ৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। এই প্রতিষ্ঠানটি ক্যাপিটেশন থাকার পরের মাত্র ৬ জন ছাত্র ক্যাপিটেশন পাচ্ছে তাই এতিমখানাটি চালাইতে হিমশিম খেতে হচ্ছে। তাই দানশীল ব্যাক্তিদের সহযোগিতা চেয়েছেন। এছাড়াও ধর্মপ্রান মুসলমান ভাইদের একান্ত সহযোগিতা কামনা করছেন মাদ্রাসার পরিচালনা কমিটি।
এই প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ লোকমান হাকিম শেখ (বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, সিনিয়র সহ-সভাপতি ) বলেন,সবমিলে বর্তমানে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে এই মাদ্রাসাটি,দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলমানের উপর ফরজ করা হয়েছে। মুসলমান সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে আমরা অবহেলিত তাই এ জায়গায় প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেছি। নিজস্ব প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে নিজ সামর্থ্য অনুযায়ী এবং ধর্মপ্রান মুসলমানদের সাহায্য সহযোগিতায় অনেক দুর এগিয়েছে মাদরাসা। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল বিত্তবান মুসলিমের কাছে ভবন নির্মাণের জন্য সাহায্য আবেদন করছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশঃ০১৭৪০৬০৬০৯৮
জোবেদা খাতুন এতিমখানার হিসাব নং ০৩০৯৫০১০১৬৩২২
সোনালী ব্যাংক, কলেজ রোড শাখা, বরিশাল।