প্রতিনিধি ১৬ জুন ২০২১ , ২:৫৩:১৩ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ শাল্লা উপজেলা সদর থেকে দিরাই উপজেলা সদরের সাথে সংযোগ সড়ক দ্রুত নির্মাণ ও দিরাই উপজেলার প্রতিটি ইউনিয়নকে উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ স্থাপন এবং দিরাই পৌর সভার ভাঙাচোরা রাস্তা মেরামত ও নির্মাণের দাবিতে দিরাই নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দিরাই থানা পয়েন্টে বিকেল ৫.৩০ মিনিটের সময় দিরাই নাগরিক ফোরামের সভাপতি আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীনের পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমদাদ সরদার, বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি আব্দিল মুকিত, সহ-সভাপতি ও দিরাই হাই স্কুলের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি এ,বি,এম,নোমান সর্দার, প্রভাষক মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক, সহ- সাঃসম্পাদক রুকুজ্জামান জহুরী, সমাজসেবী রশিদ মিয়া, সেন মার্কেট ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি শাহ্ আলম, সাংবাদিক এমরান হোসেন, কাজি নাছিরুল ইসলাম প্রমুখ।
দিরাই নাগরিক ফোরামের মানববন্ধন কর্মসূচিতে সাধারণ মানুষেরও অংশ গ্রহণ করতে দেখা যায়।
বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছরেও আমাদের নির্বাচনী এলাকা (সুনামগঞ্জ-২) দিরাই শাল্লা এক উপজেলার সাথে আরেক উপজেলার সড়ক পথ নির্মাণ না হওয়া দুঃখজনক। এছাড়াও উপজেলা সদরের সাথে উভয় উপজেলার অধিকাংশ ইউনিয়ন সমূহের আবোরা সড়ক সংযোগ এখনো নির্মাণ হয়নি তাই দিরাই নাগরিক ফোরামের মানববন্ধন থেকে আমাদের জোরালো দাবি অবিলম্বে চলতি অর্থ বছরে উপরোক্ত সড়ক সংযোগ স্থাপনের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।