• অনিয়ম / দুর্নীতি

    দিরাই বাসস্ট্যান্ডে মালিক সমিতির বিরুদ্ধে অবৈধ ম্যানাজার নিয়োগ ও চাঁদাবাজির অভিযোগ

      প্রতিনিধি ১৪ জুন ২০২১ , ১:৪৮:০০ অনলাইন সংস্করণ

    আকতার সাদিক, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই পৌর শহরস্থ বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত মালিক সমিতি রেজিঃ নং-চট্র-২৮৪২ এর বিরুদ্ধে অবৈধ চাঁদা আদায় ও বিভিন্ন স্ট্যান্ডে অবৈধ  ম্যানাজার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা, মিশুক ও টেক্সীকার ড্রাইভার্স ইউনিয়ন রেজিঃ নং-চট্রঃ ১৯২৬ এর আওতাভুক্ত দিরাই উপকমিটির মাঝে দীর্ঘদিনের বিরোধ এখন চরম সীমায় রুপ নিচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে তুমুল সংঘর্ষ। মালিক সমিতির গঠনতন্ত্র ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের কারণে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে শ্রমিক সদস্যদের। হাড়ভাঙ্গা রুটি রুজির টাকা ইচ্ছা না থাকলেও দিতে হচ্ছে  মালিক সমিতির ঝুলিতে। জোর পূর্ববক দ্বৈত সদস্য সৃষ্টি করা, কল্যাণ ফান্ড দেখিয়ে রাস্তায় রাস্তায় চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে উঠছে পরিবহন শ্রমিকরা।

    ১৫/০৯/২০২০ খ্রিঃ তারিখে ড্রাইভার্স ইউনিয়ন কর্তৃক মালিক সমিতির বিরুদ্ধে এক  অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা মালিক সমিতির সভাপতি ও সম্পাদক’কে
    বিভিন্ন স্ট্যান্ডে অবৈধ ম্যানেজার নিয়োগ,  চাঁদা বানিজ্য বন্ধ এবং শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি না করার নির্দেশ জারি করে পত্র পাঠায় সিলেট আঞ্চলিক শ্রম অধিদপ্তর। পত্রটিতে এসব কর্মকান্ডকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ১৯৫ ধারা মোতাবেক অসৎ শ্রম আচরণ ও শাস্তিযোগ্য অপরাধ উল্ল্যেখ করে দেখানো হয়। সুনামগন্জ জেলা ড্রাইভার্স ইউনিয়ন ১৯২৬ আওতাভুক্ত দিরাই উপ-কমিটি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন মালিক সমিতি চায়না আমরা অন্যায়ের প্রতিবাদ করি, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হই। তিনি আরো বলেন মালিক সমিতি  এখন কোনো রাস্তা না পেয়ে উল্টো বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল গুলোতে আমাদের গুন্ডা সন্ত্রাসী আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা আমরা কখনো মেনে নিতে পারছি না। শ্রমিক ইউনিয়ন এর সদস্য তোফায়েল আহমদ বলেন আমরা গরীব মানুষ জীবিকার তাগিদে গাড়ি চালাই কিন্তু মালিক সমিতির এ অনিয়মের কারণে আমরা রাস্তায় বেরুতেও ভয় পাই। আমরা এই অনিয়ম বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাই। এ ব্যাপারে দিরাই থানা ওসি আজিজুল ইসলাম বলেন এটা দীর্ঘ দিনের বিরোধ, অনেকবার এ নিয়ে উভয় পক্ষের মাঝে বৈঠক হয়েছে কিন্তুু তাতে কোনো সুরাহা আসেনি। তবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা তাঁর আইনানুগ ব্যবস্থা নেবো।

    0Shares

    আরও খবর

    Sponsered content