• সংগঠন সংবাদ

    দিরাইয়ে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ১ জুন ২০২১ , ৪:২১:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল করেছে দিরাই উপজেলা পৌর ও সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার বিকাল ৫টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেজাউল হাসান রিজুর পরিচালনায় জিয়াউর রহমানের কর্মময় জীবন ও অমর কীর্তি শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবায়েদ আলম, সাব্বির তালুকদার, তৌহিদুল ইসলাম, তানবীর আহমদ, ছাত্রদল নেতা মুরছালিন আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন মিয়া, সালমান আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, যুগ্ম আহবায়ক অমিত হাসান, তোফায়েল আহমদ, সদস্য সামসুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী।

    আরও খবর

    Sponsered content