প্রতিনিধি ১৯ জুন ২০২১ , ৫:১৩:৫৬ অনলাইন সংস্করণ
মোঃ মিজান মিয়া,দিরাই প্রতিনিধি। জাতির পিতা বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টে দূনীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠেছে সুনামগঞ্জের দিরাইয়ে। ভুক্তভোগী একজন খেলোয়াড় ভাটি বাংলা ডটকম কে বলেন- অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে সুনামগঞ্জ জেলা পযার্য়ে টিম গঠন এর জন্য দিরাই উপজেলা থেকে ৭ জন ফুটবলার নির্বাচিত হয়, এর মধ্যে বাপ্পু, গোল কিপার তুহিন,ওহি, হোসাইন, জাহিদ, রাহুল,জুবেদ নির্বাচিত হয়, কিন্তু দিরাই উপজেলার যারা দায়িত্বে আছে তারা স্বজনপ্রীতি করে তাদের একাডেমীর সবাইকে রেখে বাপ্পু এবং হোসাইন কে বাদ দিয়ে দেয়। তাদের জায়গায় অন্যদের কে পাঠানো হয়।
জেলা টিম গঠনের জন্য ট্রায়ালের দিন তাদেরকে অবগত করা হয়নি, উক্ত টু্র্ণামেন্টে জেলা পর্যায়ে খেলার জন্য প্রত্যেক ম্যাচে প্রতি প্লেয়ার এর জন্য ৩০০ টাকা করে দেয়া হয়। আমরা দিরাই উপজেলার প্লেয়াররা ৪ ম্যাচ খেলেছি,৪ ম্যাচে প্রত্যক প্লেয়ার এর ১২০০ টাকা করে পাওয়ার কথা কিন্তু এক টাকা ও দেওয়া হয় নি। খেলার আগে সব উপজেলার কোর্স এবং টিম ম্যনাজাররা তাদের প্লেয়ারদের কে ৩০০ টাকা করে দিয়ে সাইন নিয়েছে কিন্ত আমাদের দিরাই উপজেলার টাকা না দিয়েই সাইন নিয়েছে। আমরা ১৮ জন প্লেয়ার এর ২১,৬০০ টাকা কই গেলো বলে প্রশ্ন বঞ্চিত ফুটবল খেলোয়াড়দের। নাম প্রকাশে অনিচ্ছুক একজন খেলোয়াড় বলেন আমাদের প্রাপ্য যেমন পাওয়া উচিত তেমনি অনিয়ম দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কঠোর এ্যাকশন নেওয়া প্রয়োজন নতুবা নতুন খেলোয়াড় তৈরি ও প্রতিভা বিকাশের পথ রুদ্ধ হবে।