• অপমৃত্যু

    তাহিরপুর হাওরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

      প্রতিনিধি ৭ জুন ২০২১ , ৫:০৪:০২ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর হাওরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৩) নামের এক শিশুর আকষ্মিক মৃত্যু হয়েছে।

    সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার টাঙ্গুয়া হাওর সংলগ্ন মন্দিয়াতা গ্রামে এ ঘটনা ঘটেছে।

    নিহত হুমায়রা আক্তার উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের আলী জাহান মিয়ার মেয়ে।’

    জানাগেছে, নিহত শিশু হুমায়রা খেলার অন্যান্য সাথীদের নিয়ে দুপুরে বাড়ির আঙ্গিনায় রাখা নৌকায় উঠে খেলতে গিয়ে নৌকা থেকে পড়ে হাওরের পানিতে ডুবে যায় হুমায়রা আক্তার। পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন সহ স্বজনেরা খোঁজতে থাকেন শিশু হুমায়েরাকে।একপর্যায়ে হাওর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

    স্থানীয় ইউপি সদস্য শিশু হুমায়েরার মৃত্যুর খবরটি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

    আরও খবর

    Sponsered content