• লিড

    জগন্নাথপুর পৌর এলাকায় অতর্কিত হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

      প্রতিনিধি ৯ জুন ২০২১ , ৪:৩৭:৫২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর এলাকায় মামুন গংদের অতর্কিত হামলায় লেগুনা, সিএনজি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপ-কমিটির সভাপতি নানু (৩৫) গুরুতর আহত হওয়ার ঘটনায় মামুনকে প্রধান আসামী করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই কমিটির সাধারন সম্পাদক গুলজার হোসেন।

    প্রত্যক্ষদর্শী ও অভিযোগ পত্র সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রাম নিবাসী মৃত আছকন আলীর ছেলে লেগুনা, সিএনজি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপ-কমিটির সভাপতি মোঃ নানু মিয়া ৮ ই জুন রোজ মঙ্গলবার জগন্নাথপুর পৌর এলাকার স্লুইস গেইট এলাকা সংলগ্ন উত্তর পার্শ্বে অবস্থিত লুৎফুর রহমান এর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিজ সিএনজি গাড়ী মেরামত কাজ তদারকি করছিলেন। বিকাল প্রায় সাড়ে চার ঘটিকার দিকে জগন্নাথপুর পশ্চিম বাজার শাখা লেগুনা, সিএনজি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কমিটির অন্তর্ভুক্ত সিএনজি চালক জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী মামুন মিয়া(২৬) সহযোগী আরো ৪/৫ জনকে সাথে নিয়ে ধারালো অস্ত্র ও রড দিয়ে নানু মিয়ার উপর অতর্কিত হামলা করে মাথায়, নাকে ও মূখে আঘাত করে রক্তাক্ত জখম করে। নানু মিয়ার আর্তচিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারী মামুন ও তার সহযোগীরা নানু মিয়ার পকেটে থাকা নগদ ২৬ হাজার ৫০০ শত টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি সুযোগ বুঝে নানু মিয়াকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যায় । তাৎক্ষণিক ভাবে রক্তাক্ত জখম অবস্থায় নানু মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাহার অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে রেফার করেন। সে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে লেগুনা, সিএনজি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপ-কমিটির সাধারন সম্পাদক গুলজার হোসেন বাদী হয়ে মামুন মিয়াকে প্রধান আসামী করে গং ব্যক্তিবর্গের বিরুদ্ধে ৯ ই জুন রোজ বুধবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    এব্যাপারে থানায় অভিযোগকারী গুলজার হোসেন বলেন, মামুন গংদের অতর্কিত হামলার শিকার আমাদের সংগঠন এর সভাপতি নানু মিয়ার মাথা ও নাকে আঘাত ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং মূখের সামনের সারির তিনটি দাঁত নড়ে গেছে। মাথার আঘাতে ৪টি সেলাই দেওয়া হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। অবস্থা আশংকাজনক। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, উপায়ান্তর না পাইয়া থানার শরণাপন্ন হয়েছেি। প্রশাসনের নিকট সুবিচার প্রার্থী।
    এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content