প্রতিনিধি ২৭ জুন ২০২১ , ১:৪৭:১৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সমাগত লকডাউনকে ঘিরে জগন্নাথপুর উপজেলার হাট-বাজার গুলোতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জোরদাবী।
মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার লক্ষে চলতি সনের ১ লা জুলাই থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সারাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউনে জনসাধারণের সুস্বাস্থ্য রক্ষাকল্পে ও মরনব্যধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক যানবাহন চলাচল বন্ধ সহ নানাবিধ স্বাস্থ্য বিধি মানাতে প্রশাসনিক টহল জোরদার থাকছে এমন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজার সহ সবকটি হাট-বাজার গুলোতে মানুষের ভীড় লক্ষনীয়। আজ ২৭ শে জুন সরেজমিনে ঘুরে দেখা যায়, জগন্নাথপুর পৌর সদর বাজার সহ ৮ ইউনিয়ন এর সবকটি হাট-বাজারে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গায়ে গা লাগিয়ে মূখে মাস্ক পরিধান না করেই জনসাধারণ চলাফেরা করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে ক্রয়-বিক্রয় চলছে।
ভীড় টেলে চলাচলকারী সুমন, শহীদ ও সামাদ সহ একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, ১ লা জুলাই থেকে লকডাউন শুরু হচ্ছে। ঘর থেকে বের হতে পারবনা। যানবাহন চলাচল বন্ধ থাকার ফলে বিগত লকডাউন এর ন্যায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ রাখতেই করোনাকালিন সংকটময় মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছি। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, বিগত দিন গুলোতে লকডাউন চলাকালীন সময়ে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চড়া মূল্যে বিক্রি করেছেন। সমাগত ১লা জুলাই থেকে শুরু হওয়া লকডাউনে যাতে অসাধু ব্যবসায়ীরা অধিক দামে মালামাল বিক্রি করতে না পারে সে দিকে খেয়াল রাখার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি