• সারাদেশ

    জগন্নাথপুরে ৩ শত জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রি

      প্রতিনিধি ২১ জুন ২০২১ , ৪:৪৪:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সরকারি টিসিবির পণ্য কম মূল্যে জগন্নাথপুরে ৩ শত জন মানুষের মাঝে বিক্রি করেছে ডিলারী প্রতিষ্ঠান মেসার্স পলাশ ট্রেডার্স।

    সারা দেশের জনসাধারণের মাঝে সরকার ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে উন্নতমানের পণ্য পৌছে দিচ্ছে । এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি টিসিবি পণ্য বিক্রি করছে টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্স। এরই ধারাবাহিকতায় ২১ শে জুন রোজ সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে ৩ শত জন মানুষের মধ্যে দিন ব্যাপী টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। এতে জনপ্রতি মাত্র ৪ লিটার সোয়াবিন ৪০০ টাকা, ১ কেজি চিনি ৫৫ টাকা ও ১ কেজি মশুর ডাল ৫৫ টাকায় বিক্রি করা হয়েছে। যা খুচরা বাজারে প্রতি লিটার সোয়াবিন ১৪৫ থেকে ১৫০ টাকা, প্রতি কেজি চিনি ৬৫ থেকে ৭০ টাকা ও প্রতি কেজি মশুর ডাল ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করা হয়। যা খুচরা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে আনন্দে আত্মাহারা জগন্নাথপুরবাসী। এই কার্যক্রম ধারাবাহিক ভাবে উপজেলার সবকটি হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জনসাধারণ।

    আরও খবর

    Sponsered content