প্রতিনিধি ১০ জুন ২০২১ , ৩:৩৭:৪০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে তিনটি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক পদ্মাসন সিংহ।
জানাযায়, মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে ১০ ই জুন জগন্নাথপুর বাজারে নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি না মানায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করায় ভোক্তা অধিকার আইনে মর্ডান রেস্টুরেন্টকে ৪ হাজার, মিতালি রেস্টুরেন্টকে ১ হাজার ৫শ’ ও প্রীতি রেস্টুরেন্টকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ।
এ সময় জগন্নাথপুর থানার এসআই মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অস্বাস্থ্যকরণ পরিবেশে খাদ্য উৎপাদন করায় অর্থদণ্ড আদায় করা হয়েছে