• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

      প্রতিনিধি ৫ জুন ২০২১ , ৭:১২:৪৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ ইং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প( এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ৫ ই জুন সকালে স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ ইং উদ্বোধন এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ খালেদ সাইফুল্লাহ এর কোরান তেলাওয়াত ও পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান মজুমদার প্রমূখ।
    এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক বাবু শংকর রায়, মোঃ আব্দুল হাই, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জগন্নাথপুর থানার এসআই মির্জা সাফায়েত, দিলিপ বাবু এবং জুয়েল মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
    এই প্রদর্শনীর ১৮ টি স্টলে ভিন্ন ভাবে ছাগল, হাঁস, লেয়ার মোরগ,গরু,মহিষ,ঘোড়া,ডাউক,কুড়া, কবুতুর সহ ঔষধ কোম্পানি ও প্রাণীদের খাদ্য সামগ্রী প্রদর্শন করেন খামারী ও ব্যবসায়ীরা।
    সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী বিকাল ৩ ঘটিকার সময় সম্পন্ন হয়।
    পরিশেষে প্রদর্শনীর ১৮ স্টলের মধ্যে ১১টি স্টলের মালিকদের হাতে প্রশংসনীয় সনদ পত্র তুলে দেওয়ার পাশাপাশি সম্মানীর চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।

    আরও খবর

    শাল্লার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে দিরাই জাসদের মানববন্ধন

    সুনামগঞ্জে আলহাজ্ব মতিউর রহমানের পক্ষ থেকে সুরমা নদীর উত্তরপাড়ে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

    দিরাইয়ের ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    সুনামগঞ্জে লাখো মানুষ পানিবন্দি, সুরমা নদীর পানি বিপদ সীমার ৭২সেঃ মিটার ও ছাতকে ১৭৬ সেন্ট্রিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

    “ফ্রেন্ডস এসোসিয়েশন” কর্তৃক অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান

    সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সাথে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মতবিনিময়

    Sponsered content