• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

      প্রতিনিধি ৫ জুন ২০২১ , ৭:১২:৪৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ ইং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প( এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ৫ ই জুন সকালে স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ ইং উদ্বোধন এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ খালেদ সাইফুল্লাহ এর কোরান তেলাওয়াত ও পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান মজুমদার প্রমূখ।
    এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক বাবু শংকর রায়, মোঃ আব্দুল হাই, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জগন্নাথপুর থানার এসআই মির্জা সাফায়েত, দিলিপ বাবু এবং জুয়েল মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
    এই প্রদর্শনীর ১৮ টি স্টলে ভিন্ন ভাবে ছাগল, হাঁস, লেয়ার মোরগ,গরু,মহিষ,ঘোড়া,ডাউক,কুড়া, কবুতুর সহ ঔষধ কোম্পানি ও প্রাণীদের খাদ্য সামগ্রী প্রদর্শন করেন খামারী ও ব্যবসায়ীরা।
    সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী বিকাল ৩ ঘটিকার সময় সম্পন্ন হয়।
    পরিশেষে প্রদর্শনীর ১৮ স্টলের মধ্যে ১১টি স্টলের মালিকদের হাতে প্রশংসনীয় সনদ পত্র তুলে দেওয়ার পাশাপাশি সম্মানীর চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।

    আরও খবর

    Sponsered content