• রাজনীতি

    জগন্নাথপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ২৩ জুন ২০২১ , ১০:১১:৩৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগ এর আয়োজনে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী পরিবারের অভিভাবক মোঃ সিদ্দিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content