• অপমৃত্যু

    জগন্নাথপুরে অভাবের তাড়নায় এক ব্যক্তির আত্মহত্যা

      প্রতিনিধি ৬ জুন ২০২১ , ৪:৪৬:২৮ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে অভাবের তাড়নায় ৬ কন্যা সন্তানের জনক এরশাদ (৫০) নামক এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

    বিশ্বস্ত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইছগাঁও গ্রাম নিবাসী হতদরিদ্র দিনমজুর ৬ কন্যা সন্তানের জনক এরশাদ মিয়া(৫০) গতকাল ৫ ই জুন রোজ শনিবার দিবাগত রাত এর কোন এক সময়ে নিজ বাড়ীর আম গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ৬ ই জুন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই শফিক বলেন, হতদরিদ্র দিনমজুর এরশাদ মিয়া (৫০) অভাব অনটন এর কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এক পর্যায়ে অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content