• সারাদেশ

    ছাতকে চেয়ারম্যান নিজের ছেলের নামে দিলেন সরকারী নলকূপ

      প্রতিনিধি ৩ জুন ২০২১ , ৫:২৩:০৬ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার।সুনামগঞ্জের ছাতক কালারুকা ইউনিয়নে বরাদ্দকৃত ২০২০-২১ অর্থ বছরে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পে নিজের ছেলের নামে গভীর নলকূপ বরাদ্দ দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে জমা দেয়া ইউপি চেয়ারম্যান অদুদ আলম সাক্ষরিত একটি পত্রে তার ছেলে শাহরিয়ার আলমের নামে একটা নলকূপ বরাদ্দ দেয়া হয়। স্থান উল্লেখ করা হয় শহরের দক্ষিণ মন্ডলীভোগ এলাকা। যদিও ইউনিয়ন পরিষদের বরাদ্দ পৌর এলাকায় দেয়ার নিয়ম না থাকায় এটি বাতিল করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। এব্যাপারে ইউপি চেয়ারম্যান অদুদ আলম বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান জানান, চেয়ারম্যান সাক্ষরিত একটি পত্র তারা পেয়েছিলেন। এর মধ্যে শাহরিয়ার আলমের নলকূপ বাতিল করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content