প্রতিনিধি ৬ জুন ২০২১ , ৯:৪২:৩১ অনলাইন সংস্করণ
মোহাম্মদ ও মুনা আল-কুর্দ – ছবি : সংগৃহীত
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ মহল্লার ফিলিস্তিনি বসতি উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের কর্মী মোহাম্মদ আল-কুর্দকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। রোববার সকালে তার বোন মুনা আল-কুর্দকে নিজ বাড়ি থেকে ইসরাইলি বাহিনীর আটক করে নিয়ে যাওয়ার পর ইসরাইলি পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার সকালে শেখ জাররাহ মহল্লায় আল-কুর্দ পরিবারের বাড়িতে অভিযান চালায়। মোহাম্মদ ও মুনার বাবা নাবিল আল-কুর্দ সাংবাদিকদের জানান, পুলিশ এসে তার মেয়ে মুনাকে আটক করে এবং মোহাম্মদকে খুঁজতে থাকে। মোহাম্মদ এই সময় ঘরে না থাকায় নাবিল আল-কুর্দের হাতে এক নোটিশ ধরিয়ে দেয়া হয় তার ছেলে মোহাম্মদকে থানায় আত্মসমর্পনের জন্য।
নাবিল জানান, পুলিশ তার মেয়েকে অধিকৃত পূর্ব জেরুসালেমের সালাহউদ্দিন স্ট্রিটের পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছে।
পরে মোহাম্মদ আল-কুর্দ পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। আইনজীবী নাসের আওদা পুলিশ স্টেশনের বাইরে জানান, দুই ভাইবোনকে ‘জননিরাপত্তায় বিঘ্ন ঘটানো’ ও ‘দাঙ্গায় অংশগ্রহণের’ অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি বলেন, ‘এই গ্রেফতারির কারণ আমাদের নিজেদের বাড়ি ছাড়তে না চাওয়া। তারা চায় না কেউ তার মত প্রকাশ করুক। তারা চায় না কেউ সত্য বলুক। তারা চায় আমাদের চুপ করিয়ে দিতে।’
গত ২৫ এপ্রিল শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরাইলি আদালতের আদেশের পর ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভে সামনের সারিতে ছিলেন ২৩ বছর বয়সী জমজ দুই ভাইবোন মোহাম্মদ ও মুনা আল-কুর্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগে শেখ জাররাহ রক্ষার (#SaveSheikhJarrah) প্রচারণা অভিযান তারাই প্রথম শুরু করেন।
গত এপ্রিলে নতুন করে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের আদেশের জেরে ফিলিস্তিনজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের ধারাবাহিকতায় মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর হামলা এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের ঘটনা ঘটে। ১০ মে থেকে ২১ মে পর্যন্ত গাজায় টানা ১১ দিনের আগ্রাসনে মোট ২৫৪ জন নিহত হন। অপরদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় ২৫ জনের বেশি নিহত হয়েছেন।
ফিলিস্তিনিদের বিক্ষোভের জেরে শেখ জাররাহ মহল্লা থেকে উচ্ছেদের আদেশ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। অপরদিকে ফিলিস্তিনিরা এই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন।
সূত্র : আলজাজিরা